
বিধ্বংসী অগ্নিকাণ্ড উত্তর কলকাতার বেলগাছিয়ার মিল্ক কলোনিতে | আগুন লেগে তা ধীরে ধীরে আশপাশে ছড়িয়ে পড়তে থাকে। দাউদাউ আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ১২টি ইঞ্জিন।
পুলিশ সূত্রে খবর, মিল্ক কলোনির এক গোডাউনে এদিন বিকেল ৪টে নাগাদ আগুন লাগে। মূলত দুধ সরবরাহের ক্রেট, প্লাসটিক ইত্যাদি মজুত থাকে ওই কারখানায়। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রাথমিক ভাবে দমকল বাহিনীর অনুমান, কারখানায় শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে সেখানকার লোকেদের ঠিক সময়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তাই এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়