
বিধিনিষেধ রাজ্যে চলছে, তা জারি থাকবে আরও ১৫ দিন। ১৬ তারিখ থেকে ১ তারিখ এমনটাই চলবে।
১. সরকারি অফিস খুলছে ২৫% লোক নিয়ে
২. বেসরকারি অফিসও ২৫% শতাংশ কর্মী নিয়ে অফিস খুলতে পারবে
৩. সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত বাজার খোলা
৪. বাকি দোকান খোলা সকাল ১১ টা থেকে সন্ধে ৬ টা
৫. রেস্টুরেন্ট, বার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা। ৫০% লোক একসঙ্গে খেতে পারবেন
৬. সকাল ১১ টা থেকে ৬ টা শপিং মল খুলতে পারে। ৩০% ক্রেতা ঢুকতে পারবে
৭. ৫০% লোক নিয়ে শুটিং শুরু
৮. লোকাল ট্রেন, গণ পরিবহন এখনও বন্ধ ।
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন