December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন মুকুল রায়

বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন মুকুল রায় | সোমবার ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠালেন স্পিকারের কাছে | জানা গিয়েছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন | তবে পদত্যাগপত্র জমা দেওয়ার সঠিক কারণ স্পষ্ট করে জানা যায়নি |

মনে করা হচ্ছে শারীরিক অসুস্থতার জন্য পিএসির বৈঠকে থাকতে পারেননি তিনি | যার ফলে পিএসির কাজকর্মে ব্যাঘাত ঘটছে | তাই ইস্তফা দিচ্ছেন মুকুল রায় |

২০২১ সালে বিধানসভা ভোটে বিজেপির হয়ে জয়ের পর মুকুল রায়কে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয় | তবে মমতা অভিষেকের হাত ধরে মুকুলের ঘর ওয়াপসি হয় |