বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন মুকুল রায় | সোমবার ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠালেন স্পিকারের কাছে | জানা গিয়েছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন | তবে পদত্যাগপত্র জমা দেওয়ার সঠিক কারণ স্পষ্ট করে জানা যায়নি |
মনে করা হচ্ছে শারীরিক অসুস্থতার জন্য পিএসির বৈঠকে থাকতে পারেননি তিনি | যার ফলে পিএসির কাজকর্মে ব্যাঘাত ঘটছে | তাই ইস্তফা দিচ্ছেন মুকুল রায় |
২০২১ সালে বিধানসভা ভোটে বিজেপির হয়ে জয়ের পর মুকুল রায়কে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয় | তবে মমতা অভিষেকের হাত ধরে মুকুলের ঘর ওয়াপসি হয় |
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী