একুশে জুলাই এর মঞ্চ থেকে বিদ্যুতের দাম কমার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় | তিনি জানান, দেউচা পাঁচামি থেকে যে পরিমাণ কয়লা উত্তোলন হবে তাতে কয়লার অভাব মিটে যাবে | রাজ্যকে কয়লার জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হবে না | তার ফলে দাম কমবে বিদ্যুতের |
অন্যদিকে ধর্মতলার একুশে জুলাই এর মঞ্চ থেকে মুড়িতে ও জিএসটি নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় | সমর্থকদের মধ্যে থেকে মুড়ি স্টেজে আনিয়ে তিনি বলেন, বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? মুড়িতে কত জিএসটি ? মিষ্টি তে জিএসটি ? লস্যি তেও জিএসটি? বাতাসাতে কত জিএসটি?
আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও | সাফ কথা ভাত খেয়ে মুড়ি খেয়ে আমরা বেঁচে থাকি। একের পর এক বিষয় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীপক্ষকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির