September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বিদেশ সফর সেরে কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী

বিদেশ সফর সেরে কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী | বিমানবন্দর থেকে তিনি জানালেন, “আমরা বাংলার জন্য বেশ অনেকটা করতে পেরেছি | বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্য মাদ্রিদ বার্সেলোনা এবং দুবাইতে খুব ভালো বৈঠক ছিল” |

প্রসঙ্গত, এই দিন সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পৌঁছান মুখ্যমন্ত্রীর বিমান | বিমান থেকে নেবে তিনি জানিয়েছেন, “আমাদের সঙ্গে শিল্পপতি, মোহনবাগান মোহা মেডান স্পোর্টিং ক্লাব এবং ইস্টবেঙ্গল থেকে তারা ছিলেন | আপনারা জানেন বড় বড় চুক্তির হয়ে গিয়েছে | বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্য মাদ্রিদ বার্সেলোনা এবং দুবাইতে খুব ভালো বৈঠক হয়েছে | বৈঠকগুলি আয়োজন করেছিল ফিকি এবং আইসিসি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স | এত সফল কর্মসূচি আগে খুব কম দেখেছি যারা প্রবাসী ভারতীয় বা বাঙালি রয়েছেন তারাও খুব খুশি” |

হাতেগোনা আর মাত্র কয়েকদিন পরই রয়েছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন | তার আগে স্পেন ও দুবাই শহরে এগিয়েছিলেন মুখ্যমন্ত্রী |