
মালদা: মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার ওপর গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরো এক দুষ্কৃতী। এই যুবকই প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলে স্বীকার করেছে পুলিশের কাছে। ধৃত সাহেব ঘোষ কালিয়াচক থানার শাহবাজপুর ঘোষ পাড়া এলাকার বাসিন্দা। ধৃত এই যুবক পুলিশের কাছে স্বীকার করেছে সে নিজেই বিজেপি প্রার্থী কে গুলি করেছিল এবং তাকে টাকার বিনিময়ে ভাড়া করেছিল বিকাশ হালদার নামে অপর দুষ্কৃতী। আগেই বিজেপি পঞ্চায়েত প্রধানের ভাইপো সহ 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে সাহেব ঘোষের নাম। শনিবার রাতে কালিয়াচক এলাকায় মালদা থানা পুলিশ ও গোলাপগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাহেব কে গ্রেফতার করে । পুলিশ সূত্রে জানা গেছে এই সাহেব ঘোষের নামে ইংলিশবাজার থানার ডাকাতি মামলাতেও নাম রয়েছে। এই ঘটনার সাথে আরও কারা কারা যুক্ত রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। তবে এবারে পালা প্রার্থীকে মারার সুপারি কে দিয়েছিল?
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে
আগামী দু’মাস তীব্র দহনজ্বালা