বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো দুষকৃতকারীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে গত কাল রাতে বীরভূমের পাইকর থানার কলহপুর গ্রামে। অভিযোগ মঙ্গলবার রাতে পাইকরের কলহপুর গ্রামের দুর্যধন রাজবংশী নামে এক বিজেপি কর্মী গ্রামেরই অপর এক কর্মীর বাড়ি যাচ্ছিলেন । অভিযোগ সেই সময় তাকে রড দিয়ে মারধোর করে দুষকৃতকারীরা । এর পরেই ওই বিজেপি কর্মীকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পাইকর ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থানান্তরিত করা হয়। মারধরের ঘটনাটি জানিয়ে পাইকর থানায় অভিযোগ জানিয়েছেন আহত বিজেপি কর্মী দুর্যধন রাজবংশী । ঘটনার তদন্ত শুরু করেছে পাইকর থানার পুলিশ।

More Stories
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা