অবশেষে বিক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ে পঞ্চায়েত স্তরে মিটিং শুরু করলেন হরিরামপুরের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায় । প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকেই হরিরামপুরের বিভিন্ন এলাকায় বিজেপির কর্মীরা বহিরাগত প্রার্থীকে মেনে নেওয়া হবে না বলে বিক্ষোভ দেখায় ভাঙচুর করা হয় বুনিয়াদপুর পার্টি অফিস। এমনকি হরিরামপুর বাজারেও রাস্তা অবরোধ করে টায়ারে আগুন লাগায় বিজেপির কর্মী-সমর্থকেরা। এরপর দু’দিনের মধ্যেই হরিরামপুর বিধানসভার বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের নিয়ে মিটিং শুরু করেন প্রার্থী নিজেই। আগামী মঙ্গলবার পর্যন্ত হরিরামপুর বিধানসভার অন্তর্গত সমস্ত মন্ডলের মিটিং শেষ করা হবে বলে জানিয়েছেন প্রার্থী। তারপরেই শুরু হবে প্রচার বিধানসভা নির্বাচনে হরিরামপুর আসন থেকে এবার তৃতীয় স্থানে যাবে তৃণমূল এমনটাই দাবি করেন নীলাঞ্জন রায়। কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল দেখার মতো।
More Stories
উৎসবের মরশুম শেষ হতে না হতেই বঙ্গে বেশ ঠান্ডার আমেজ
উত্তুরে হাওয়া প্রবেশ করেছে বঙ্গে
আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত