নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: লকডাউনের কারনে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের রাজ্য সরকারের প্রতিষ্ঠায় বাড়ি ফিরিয়ে আনা হচ্ছে। সোমবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এর হলদিয়া ব্রিজের নিচে এক যুবককে বাস থেকে ভুল করে নামিয়ে দেয়। জানা গিয়েছে, তেলেঙ্গানা থেকে ফিরছিল ওই শ্রমিক।
পাশাপাশি, ওই যুবকের জানান, তিনি তেলেঙ্গানায় কাজ করতেন। তেলেঙ্গানা থেকে পুরুলিয়া বাড়ি ফিরছিলেন তিনি। কোলাঘাট আসতেই ওই যুবককে কোলাঘাটের হলদিয়া ব্রিজের সামনে নামিয়ে দেয়। তারপর বিজেপি নবারুণ নায়েকের উদ্যোগে ওই যুবক বাড়ি ফিরতে সক্ষম হয়। এতেই খুশি হয়েছে ওই পরিযায়ী শ্রমিক।