বাড়ি থেকে তক্ষক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।বাড়ির লোকজনের অনুপস্থিতিতে বাড়িতেই ডেরা বেধেছিল একটি তক্ষক।ঘটনাটি ঘটে গয়েরকাটা এলাকায় পেট্রোলপাম্প সংলগ্ন এক বাড়িতে।রবিবার বিকালে বাড়ির লোকজন বাড়িতে ফিরতেই দরজায় সামনে যেতেই আওয়াজ পান বিরল।এরপরেই এদিক ওদিক দেখে বুঝতে পারেন একটি তক্ষক ঘরের ভেতরে ডেরা বেধে রয়েছে।এরপরেই খবর দেয় মরাঘাট রেঞ্জকে।খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌছায় এবং তক্ষকটিকে উদ্ধার করে।এরপর সেটি সুস্থ থাকায় সেটিকে মরাঘাট জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী