July 11, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ জনের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ জনের মৃতদেহ ৷ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকার ঘটনা । আজ সকালে বিষয়টি নজরে আসে এলাকাবাসীর ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে ।

মৃতদের নাম অনুপ বর্মণ (33), উলুবালা বর্মণ (60), মল্লিকা বর্মণ (26), বিউটি বর্মণ (10), স্নিগ্ধা বর্মণ (6) । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিবারের বাকি সদস্যদের খুন করার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন অনুপ বর্মণ ।অনুপ বর্মণ দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত । চিকিৎসার খরচ চালাতে জমি বিক্রি করতে হয়েছে । পরে আর খরচ জোগাড় করা সম্ভব হয়ে উঠছিল না ৷ অনুমান, এর জন্যই মা উলুবালা বর্মণ, স্ত্রী মণিকা বর্মণ, বড় মেয়ে বিউটি বর্মণ এবং ছোটো মেয়ে স্নিগ্ধা বর্মণকে খুন করার পর আত্মঘাতী হন তিনি ।ঘটনাটি খতিয়ে দেখছে তপন থানার পুলিশ ।