December 30, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাড়ছে করোনা ভাইরাসের সংক্রামন, গোটা বিশ্বজুড়ে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চিনা করোনা ভাইরাসের কবলে বাড়তে মৃত্যুর সংখ্যা। সূএের পাওয়া খবর অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ২১৩ জনের। পাশাপাশি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৯২ জন। তবে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত এই রোগের কোনও প্রতিষেধকের খোঁজ মেলেনি। এবার করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্বে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূএের খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বে মোট ৩০টি দেশে করোনা ভাইরাস হানা দেওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, তবে সে তালিকায় ভারতও রয়েছে।

তাই গোটা বিশ্বজুড়ে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে চিন ভ্রমণ সেরে ফেরার পর বিপত্তিতে পড়েন এক ইটালির বাসিন্দা। তাঁর শরীরেও মিলেছে মারণ চিনা ভাইরাসের সংক্রমণ। পাশাপাশি ত্রিপুরার এক যুবকের মৃত্যু হয়েছে কারোনা ভাইরাসের আক্রমনে। সাথে বিহার, দিল্লি এবং রাজস্থানেও বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে। তবে এই ভাইরাসের কোন প্রতিষেধক না পাওয়ায় দুশ্চিন্তায় চিকিৎসকরা।