
অল্পের জন্য রক্ষা পেল বালুঘাট শহরের প্রাণকেন্দ্র ডানলপ মোড় এর সিটি প্লাজা বিল্ডিং এ।রক্ষা পেল 15 টি দোকান শপিং মল সহ ৫১টি পরিবার। এলাকাবাসি সহ বিল্ডিং এর বাসিন্দারা জানান,দুপুর ২টো নাগাদ বিল্ডিং থেকে ধোয়া বেড় হতে দেখেন। সাথে সাথে দমকলে খবর দিলে দমকল ও ইলেক্ট্রিক দপ্তর থেকে লোক এসে আগুন নিভিয়ে দেয় এবং গোটা বিল্ডং এর বিদ্যুৎ সংজোগ বিচ্ছিন্ন করে দেয়।সিটিপ্লাজা কমপ্লেক্স এর কমিটির প্রবীর বাগচি জানান,বিদ্যুৎ সংজোগের কিছুটা গলতিয়াছে বলে মনে করছেন।এর মধ্যে তাখতিয়ে দেখা হবে বলে তিনি জানান।আগামি দিনে এরকম না ঘটে তারদিকে লক্ষ রাখা হবে।
More Stories
তাপদাহে পুড়ছে বাংলা, দিন বাড়ার সঙ্গে সঙ্গে চরম অস্বস্তিজনক আবহাওয়া
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে