বারাকপুর কমিশনারেটের সিপি মনোজ ভার্মাকে ভর্ৎসনা করে বিতর্কে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকার। সকলের সামনে এক পুলিশ অফিসারকে ভর্ৎসনা করেন তিনি। বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বারাকপুরের গান্ধীঘাটে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকার। সেখানে গিয়ে বারাকপুরের সিপি মনোজ ভার্মার উপর চটেছেন তিনি। তার ফলে তিনি সকলের প্রকাশ্যেই সিপি মনোজ ভার্মাকে তিরস্কার করেন। সূএের খবর, রাজ্যপাল জানিয়েছেন, তিনি যখন আসছেন, তখন নাকি এক আইপিএস অফিসার কাগজ পড়ছিলেন। তাঁর মনো সংযোগ ছিলই না। পাশাপাশি এবিষয় কথা বলতে গিয়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে আনেন।