December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বামনগোলারক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ

মালদা ঃ- গত কয়েকদিন প্রবল বর্ষণের ফলে বামনগোলা ব্লকের বেশ কিছু এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।বামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলে বাঁশি পাড়া গ্রামে ও জি.এমপুর অঞ্চলের ছাইতানতলা গ্রামে জলে ডুবে যায় বেশ কয়েকটি বাড়ি ও রাস্তাঘাট। উল্লেখ্য গত কয়েক দিন লাগাতার বৃষ্টির ফলে বামনগোলার বাঁশিপাড়া ও ছাইতনতলা গ্রামে ডুবে যাওয়া বাড়িঘর, রাস্তাঘাট পরিদর্শন করলেন জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ পিংকি সরকার মাহাতো। জানা যায় কয়েকদিন বৃষ্টির ফলে বামোনগোলা বেশ কয়েকটি অঞ্চলের ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর। ঐ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মালদা জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ। তিনি ওই ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তিনি সব রকম সরকারি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এদিন ওই গ্রামে গিয়ে পরিদর্শন করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। সাথে ছিলেন ওই এলাকার তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতা অমূল্য মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা।।।