
বাবা হতে চলেছে সুপারস্টার জিৎ | সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ও কন্যার সঙ্গে ছবি পোস্ট করলেন জিৎ | সেখানে স্ত্রী মোহনার সঙ্গে মেটারনিটি ফটোশ্যুট করেন জিৎ | ছবিতে তিনজনকেই দেখা যাচ্ছে আকাশে রঙের পোশাকে | সেই ছবি পোস্ট করে জিৎ লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শীঘ্রই আমাদের আগামী সন্তান আসছে। আমাদের জন্য প্রার্থণা করবেন।’
তবে আকাশি রঙের পোশাকের পাশাপাশি সাদা শার্ট ও ডেনিমে ফটোশুট করেছেন তারা | সেখানে বিভিন্ন পোজে ছবি তুলতে দেখা যাচ্ছে জিত ও মোহনাকে |
More Stories
এবারের বাংলা বছরটা ‘আড়ি’ রিলিজের ভাবনাচিন্তা নিয়ে কেটে যাচ্ছে যশ নুসরাতের
নেটিজেনদের সুখবর দিলেন যিশু সেনগুপ্ত
অবশেষে মুক্তি পেতে চলেছে ‘তারে জমিন পর’- এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’