
বাবা হতে চলেছেন বিহারের উপমন্ত্রী তেজস্বী যাদব | সূত্রের খবর মার্চ মাসে নাকি নতুন সদস্য আসবে লালুর পরিবারে | তবে এখনো তেজস্বী রাজশ্রী বা তাদের পরিবারের সদস্যর কারো তরফেই দাবিতে শিল-মোহর দেওয়া হয়নি |
প্রসঙ্গত, এই মুহূর্তে লালুপত্নী রাবরী দেবীও নেই বাড়ি | সিঙ্গাপুরে রয়েছেন তিনি | সেখানে লালুর কিডনি প্রতিস্থাপনের জন্যই উপস্থিত রয়েছেন স্ত্রী কন্যা । তবে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিও প্রকাশ করেছেন তিনি | তবে পরিবারে নতুন সদস্য আগমনের ব্যাপারে কার্যত মুখ বন্ধ রেখেছেন দম্পতি |
More Stories
প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুকেশ আম্বানি
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে