টালিগঞ্জে বিজেপি-পুলিশের সংঘর্ষ। শুক্রবার টালিগঞ্জে অভিনন্দন যাত্রার সূচনা করেছিলেন এ রাজ্যের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। উপস্থিত ছিলেন মুকুল রায়ও। গ্রেফতার করা হল কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়কে। তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয়। সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে শুক্রবার টালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু মিছিলে বাধা দেয় পুলিশ। সেখানেই ধুন্ধুমার শুরু হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীর। গ্রেফতার করা হয় কেন্দ্রীয় বিজেপি নেতাদের।