June 29, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুই বাইক আরোহী

মালদাঃ-আত্মীয়র বাড়ি থেকে মোটর বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুই বাইক আরোহী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হরিরামপুর থানার খিরিপুর এলাকায়। জখম বাইক আরোহীদের নাম বিপিন হাঁসদা (৩৫) ও তার বন্ধু বিমল মার্ডি (৩৪)) । তাদের বাড়ি গাজোল থানার ইমামনগর এলাকায়। জানা যায়, এদিন সকালে ইটাহারের ছোটবাহাডো এলাকা থাকা আত্মীয়ের বাড়ি থেকে মোটর বাইক চালিয়ে বাড়ি আসার পথে হরিরামপুর খিরিপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা তাঁদের দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। খবর দেওয়া হয় পরিবারকে এবং পরিবারের লোকজন এসে তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তির করে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিপিন হাঁসদা। বিমল মার্ডিকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়।