
স্বাস্থ্য সাথীর কার্ড থাকলেও রাজ্যের নাম করা বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাচ্ছে না অনেক রোগী | তার কারণ শুধুমাত্র আইসিইউ এবং সিসিইউর সংখ্যা কম | আবার কোন কোন ক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ডে রোগী ভর্তি করে অস্ত্র প্রচারের সময় টাকা না আসায় সরকারি হাসপাতালে চিকিৎসায় সমস্যা হচ্ছে |
প্রসঙ্গত এনএবিএইচ মান্যতা প্রাপ্ত প্রায় ৩০ টি বড় বেসরকারি হাসপাতাল রয়েছে রাজ্যে | এইসব হাসপাতালে চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী খাতে বরাদ্দ ছিল 5000 টাকা । কিন্তু ওই টাকায় রোগী প্রত্যাখ্যান করত বেসরকারি হাসপাতাল গুলি । ফলে এবার সেই টাকার ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নিলো নিয়ন্ত্রক কমিটি |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন