রোদের তেজ বাড়ছে। তার পরেও কাঁপিয়ে দেওয়ার মতো না হলেও ভোরের দিকে ঠান্ডা হাওয়ার দাপট রয়েছে। এর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে বিপুল পরিমাণ জলীয় বাস্প ঢুকছে দক্ষিণবঙ্গে। আর এর জেরেই আগামী ৩ দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ।
দক্ষিণবঙ্গে ভোরে ও সন্ধ্যার পর হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। সামান্য বাড়বে তাপমাত্রা। সোমবারের পর আরও কিছুটা বেড়ে যেতে পারে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৯১ শতাংশ।
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ