
চলতি সপ্তাহের রাজ্যে হালকা উত্তরের হওয়া চলবে | তবে স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা | দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই । আজ বিকেলে পর থেকে উত্তরের হাওয়ার প্রভাব কমবে | তবে বুধবার আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের |
বঙ্গ থেকে শীত বিদায়ের পালা | আগামীকাল থেকে ৪ দিনে অন্তত ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে । একই সঙ্গে বাড়বে রাতের তাপমাত্রা | অর্থাৎ চলতি বছরে ফেব্রুয়ারি থেকে এবার শীত বিদায়ের পালা | এদিন সকালে ঘন কুয়াশার চাদরে মোরা ছিল আকাশ | বেলা বাড়তে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয় । তবে শীতের আমেজ আগের থেকে অনেকটাই কম |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 19.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 23.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 59 শতাংশ |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়