বাড়ছে ডেঙ্গু সংক্রমণ | রাজ্যজুড়ে ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে | এবার কলকাতায় জোড়া মৃত্যু | পশ্চিমবঙ্গের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী | “করোনার মত ডেঙ্গি মোকাবিলায়ক সরকার সদা সচেষ্টা” পাল্টা দাবি তৃণমূল সংসদ শান্তনু সেনের ।
প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার টেংরা এলাকার ঘাট বাসিন্দা বুবাই হাজরা | ক্রিস্টোফার রোডে একটি বস্তিতে মা ও স্ত্রীকে নিয়ে থাকতেন | এনআরএস হাসপাতালে কাজ করতেন তিনি | গত সোমবার ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন | এরপর আজ ভোররাতে মৃত্যু হয় বুবাইয়ের |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির