
Aedes aegypti mosquito pernilongo with white spots and white background
বাড়ছে ডেঙ্গু সংক্রমণ | রাজ্যজুড়ে ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে | এবার কলকাতায় জোড়া মৃত্যু | পশ্চিমবঙ্গের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী | “করোনার মত ডেঙ্গি মোকাবিলায়ক সরকার সদা সচেষ্টা” পাল্টা দাবি তৃণমূল সংসদ শান্তনু সেনের ।
প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার টেংরা এলাকার ঘাট বাসিন্দা বুবাই হাজরা | ক্রিস্টোফার রোডে একটি বস্তিতে মা ও স্ত্রীকে নিয়ে থাকতেন | এনআরএস হাসপাতালে কাজ করতেন তিনি | গত সোমবার ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন | এরপর আজ ভোররাতে মৃত্যু হয় বুবাইয়ের |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়