দ্বিতীয়বার মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর ও লাদাখের উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করল কেন্দ্র সরকার। পাশাপাশি শনিবার ২০২০-২০২১ এর বাজেটে ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করে তিনি বলেন, মিনিমাম ইনসিওরেন্স ডিপোজিট কভারের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়ছে। এবার থেকে ব্যাংক বন্ধ হলে ডিপোজিটের উপর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবেন গ্রাহকরা। তিনি আরও জানিয়েছেন, এনবিএফসি ও হাউস ফাইনান্স কার্পোরেশনগুলির আর্থিক সীমাবদ্ধতা দূর করতে যথাযথ ব্যবস্থা নেবে সরকার।
তবে সবচেয়ে বড়ো ঘোষণা হচ্ছে, এলআইসির শেয়ার বিক্রি করা হবে বলে এদিন সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়াও দেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই তৈরি করা হবে মেডিক্যাল কলেজ। তার ফলে চিকিৎসকের সংখ্যা যেমন বাড়বে। তেমনই আবার পরিষেবারও উন্নতি হবে। এছাড়াও বাংলার ন্যায্য মূলের ওষুধের দোকানের মতোই গোটা দেশজুড়ে সস্তায় ওষুধ বিক্রির বন্দোবস্তের কথাও জানান নির্মলা। শনিবার সংসদে সাধারণ বাজেট পেশ করে সীতারমন আরও জানান, অনলাইনে স্নাতকস্তরের কোর্স চালু হবে। দেশের মধ্যে প্রথম ১০০এর তালিকায় থাকা বিশ্ববিদ্যালয়গুলিই এই কোর্স চালু করতে পারবে। এছাড়াও,”স্টাডি ইন ইন্ডিয়া” প্রকল্পের আওতায় এবার এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে স্যাট পরীক্ষা চালু করা হবে।