
আজ অর্থাৎ মঙ্গলবার বাজেট অধিবেশনের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু | ২০২৪ সালে লোকসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট | তাই অধীর আগ্রহে নির্মলা সীতারামের বাজেট পেশের দিকে তাকে রয়েছে দেশবাসী ।
মঙ্গলবার রাষ্ট্রপতি ভাষনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “শুধুমাত্র দেশবাসীর স্বার্থে বাজেট তৈরি করবে” | কেন্দ্র গত ৯ বছরে একাধিক ক্ষেত্রে উন্নয়নমূলক কাজে বিশ্বের কাছে পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে উঠেছে ভারত | পাশাপাশি শত্রুদের মোক্ষম জবাব দিতেও তৈরি হয়েছে ভারত | আন্তর্জাতিক সমস্যা সমাধানের উপায় খুঁজে দিচ্ছে ভারত | আগামী দিনে তাই আত্মনির্ভর ভারত গড়ে তোলার জোর দিয়েছেন রাষ্ট্রপতি |
More Stories
প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুকেশ আম্বানি
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে