গতকাল অর্থাৎ ১০ই জুন বিপাশা এবং কারণ ইনস্টাগ্রামে তাদের মেয়ের মুখে ভাত অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেন | প্রসঙ্গত ২০২২ সালের ১২ ই নভেম্বর বিপাশা বসু এবং করন সিং গ্রোভারের কোল আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান ।
প্রবাসে থাকা সত্ত্বেও বাংলার শিকর ভুলে যাননি বিপাশা । রীতি নীতি নিয়ম মেনে যেমন বিয়ে করেছেন তেমনি নিয়ম মেনে এবার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান পালন করলেন বিপাশা । পরনে লাল রঙের শাড়ি, কপালের টিপ, গলার সোনার হার, হাতে বালা, একদম বাঙালি সেজে অন্নপ্রাশনে দেখা গেল তাদের | দাদুর হাতে পায়েস খেয়ে প্রথম অন্য মুখে দিল ছোট দেবী | ভিডিও শেয়ার করে ক্যাপশনে বিপাশা লিখেছেন “দেবীর মুখে ভাত দুর্গা দুর্গা” |
More Stories
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান
রোশান পরিবারের গল্প নিয়ে আসছে ‘দ্য রোশনস’
এবার বুক ফুলিয়ে জাপানে ‘জওয়ান’ ঝড়ের নমুনা দেখালেন শাহরুখ খান