December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাঙালি রীতিতে মেয়ের অন্নপ্রাশন করলেন বিপাশা

গতকাল অর্থাৎ ১০ই জুন বিপাশা এবং কারণ ইনস্টাগ্রামে তাদের মেয়ের মুখে ভাত অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেন | প্রসঙ্গত ২০২২ সালের ১২ ই নভেম্বর বিপাশা বসু এবং করন সিং গ্রোভারের কোল আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান ।

প্রবাসে থাকা সত্ত্বেও বাংলার শিকর ভুলে যাননি বিপাশা । রীতি নীতি নিয়ম মেনে যেমন বিয়ে করেছেন তেমনি নিয়ম মেনে এবার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান পালন করলেন বিপাশা । পরনে লাল রঙের শাড়ি, কপালের টিপ, গলার সোনার হার, হাতে বালা, একদম বাঙালি সেজে অন্নপ্রাশনে দেখা গেল তাদের | দাদুর হাতে পায়েস খেয়ে প্রথম অন্য মুখে দিল ছোট দেবী | ভিডিও শেয়ার করে ক্যাপশনে বিপাশা লিখেছেন “দেবীর মুখে ভাত দুর্গা দুর্গা” |