প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে হাসিমুখে আয়রার দিকে ছুটে এসে তাকে আংটি পরিয়ে দিলেন নুপুর সিখারে | হাততালিতে সেটে পড়লেন সকালে | আয়রা ও নুপুরকে শুভেচ্ছা জানালেন সকলে | অনেকদিন আগে থেকেই প্রেম ছিল তাদের মধ্যে | এবার সেই প্রেমকে সম্পর্কে মান্যতা দিলেন আমির কন্যা |
নুপুর শিখারে হলেন আমির খানের ফিটনেস কোচ | তার সঙ্গে বহুদিন ধরে সম্পর্কে ছিলেন আয়রা | এর আগে বহুবার তাদের একসঙ্গে সময় কাটানো নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়া ভাগ করে নিয়েছিলেন আয়রা | এবার সেই সম্পর্ক পরিণতি দেওয়ার আগে বাগদান সেরে ফেললেন নুপুর আয়রা | তাদের বাগদানের ভিডিও দেখে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়