
হাসপাতালে মুকুল রায়। বুধবার রাতে ঘরে পড়ে গিয়ে চোট নিয়ে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি | হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে মুকুল রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। গতকাল রাতে হাসপাতালে ভর্তি করার পর সিটি স্ক্যান করা হয়। চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল বোর্ডে রয়েছেন, ইন্টারনাল মেডিসিন, নিউরোলজিস্ট, অর্থোপেডিক এবং একজন কার্ডিওলজিস্ট। আজ অর্থাৎ বৃহস্পতিবার বেশ কয়েকটি রক্ত পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।
ঘরের মেঝেতে পড়ে গিয়ে চোট পান কৃষ্ণনগরের প্রবীণ বিধায়ক মুকুল রায়। প্রথমে তাঁকে তড়িঘড়ি কল্যাণী হাসপাতালে ভর্তি করা হয়। এর পর সল্টলেক সংলগ্ন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়