কারিশাল এলাকা থেকে এসে শহরের রানিবাগান সংলগ্ন এলাকার বিভিন্ন বাড়িতে ভাঙচুর চালানোর ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। সূত্রের খবর,মুখে কালো কাপড় বাঁধা একদল দুষ্কৃতি ঘটনাটি ঘটায়। জানা গিয়েছে, কারিশাল এলাকার এক যুবকের বাইক স্ট্যান্ড রাখা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত হয়। এরপর শুক্রবার রাতে কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। অভিযোগ, কারিশাল এলাকা থেকে মুখে কালো কাপড় বাঁধা একদল যুবক এসে শহরের রানিবাগান সংলগ্ন এলাকার বিভিন্ন বাড়িতে ভাঙচুর চালায়। ফলে আতঙ্কিত মানুষজন বাড়ি ছেড়ে বেরিয়ে আসে।
জানা গিয়েছে, ভাঙচুর করা হয় একাধিক দোকান এবং ভেঙে দেওয়া হয় মোটরসাইকেল। এরপর ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছায় কতোয়ালি থানার পুলিশ। স্থানীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে রাতভর এলাকায় মোতায়েন থাকে পুলিস। তবে কি নিয়ে এই সংঘর্ষ এবং ঘটনার সাথে কারা কারা জড়িত? তার তদন্ত শুরু করেছে কতোয়ালি থানার পুলিশ। যদিও রাতের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা।