December 4, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাইক ও ন্যানো গাড়ির মুখোমুখি সংঘর্ষ মালদায়

মালদাঃ-বামনগোলার থানার অন্তর্গত, মালদা নালাগোলা রাজ্য সড়কে উলসি পাড়া এলাকায় শনিবার দুপুরে দাঁড়িয়ে থাকা বাইকের ধাক্কা টাটা ন্যানো গাড়ির | এলাকা সুত্রে জানাযায় দারিয়ে থাকা বাইকে ধাক্কা মারে টাটা ন্যানো গাড়ি| সেই ধাক্কায় আহোত ন্যানো গাড়ির চালক। বামনগোলা ব্লকের উলসিপাড়া কালভার্টের কাছে ঘটনাটি ঘটে স্থানীয় জানা জানায় আজ দুপুরে নালাগোলা পাকুয়া অভিমুখে একটি দাড় করা বাইককে একটি টাটা ন্যানো গাড়ির ধাক্কা মারে । এই ঘটনায় টাটা ন্যানো গাড়ির চালক আহত হয়।তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা গাড়ি চালককে উদ্ধার করে স্থানীয় মুদিপুকুর হাসপাতালে পাঠায়।এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ ঘটনার তদন্তের নেমেছে।