নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- রাখি পূর্ণিমার দিনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বাজারে, স্থানীয় সূত্রে জানা যায় লকডাউনের কারণে দ্রুত গতিতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় দুই যুবক, এরপর স্থানীয়দের প্রচেষ্টায় ওই দুই যুবককে উদ্ধার করে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, জানা গেছে দুই যুবকের নাম অভিষেক মাইতি, কৌশিক দত্ত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ এসে দুটি মোটর বাইক উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনাই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।