September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বাংলার শ্রমিকদের রাজ্যে ফেরাতে তৎপর মুখ্যমন্ত্রী

দীর্ঘ ১৭ দিন ধরে উত্তর কাশিতে আটকে থাকা বাংলা শ্রমিকদের এবার রাজ্যে ফেরাতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | মোট আটকে থাকা ৪১ জন শ্রমিকের মধ্যে বাংলার তিন শ্রমিক রয়েছে | তাদেরকে ফেরাতে এবং উদ্ধারকার্যে সাহায্য করতে রাজ্য থেকে পাঠানো হলো বিশেষ দল | এ বিষয়ে টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

তিনি লিখেছেন, “উত্তর কাশির সুরঙ্গে আটকে পড়া বাংলা তিন শ্রমিককে ফিরিয়ে আনতে সেখানে যাচ্ছে দিল্লির রেসিডেন্ট কমিশনারের লিয়াস অফিসার রাজদীপ দত্তের নেতৃত্বাধীন একটি টিম” | জানা গিয়েছে, দিল্লি থেকে গাড়িতে উত্তরকাশির পথের রওনা দিয়েছেন ওই বিশেষ দল | গত ১৬ দিন ধরে চূড়ান্ত উদ্বেগের মধ্যে রয়েছে এই সমস্ত শ্রমিকের পরিবার | নানা যান্ত্রিক গোলযোগের জন্য বারবার থেমে গিয়েছে উদ্ধার কার্যের কাজ | তবে সব ঠিক থাকলে মঙ্গলবার সকালে উদ্ধার করা সম্ভব হবে বলে খবর ।