করোনা সংক্রমণ রুখতে এবার থেকে প্রতি সপ্তাহে দু’দিন পশ্চিমবঙ্গে পুরো লকডাউন হবে বলে ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, এই দু’দিন অফিস, কাছারি কিচ্ছু খুলবে না। কোনও পরিবহণ চলবে না। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে কড়া লকডাউন হবে। আগামী সপ্তাহের একটি দিন হল বুধবার। অন্য একটি দিন কবে তা পরে ঘোষণা হবে।
এদিন সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব বলেন, আমলা, বিশেষজ্ঞদের কমিটি আলোচনা করার পর মনে করছে, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এই লকডাউন জরুরি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।