December 3, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাংলাদেশ ছাড়িয়ে ‘তুফান’ ঝড় তুলেছে কানাডা অস্ট্রেলিয়ায়

জুলাই মাসের ৫ তারিখ ভারতে মুক্তি পেয়েছে বাংলাদেশের ব্লকবাস্টার ছবি ‘তুফান’। শাকিব খান, মিমি চক্রবর্তী অভিনীত এই ছবি শুধু বাংলাদেশে নয়, ঝড় তুলেছে কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশেও। আর তার পর থেকেই আলোচনার কেন্দ্রে ‘তুফান’ ছবির পরিচালক রায়হান রাফি। সম্প্রতি শোনা গিয়েছে, এবার নাকি তিনি টলিউডের দুই সুপারস্টার দেব এবং জিতের সঙ্গে সিনেমা করতে চলেছেন। আদৌ কি তাই? এপ্রসঙ্গে মুখ খুললেন দেব।

পরিচালক রায়হান রাফি নাকি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “‘তুফান’ রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও জিৎ দুজনেই আমাকে তাদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছেন। আমি এখনও কাউকে কমফার্ম করিনি।” তাঁর সংযোজন, “মিমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ভারতের সঙ্গে গাঁটছড়া বেঁধে আরও ছবি করার প্ল্যান আছে। জিৎদা তো বাংলার সুপারস্টার। তবে টলিউডের আরও অনেককেই ভালো লাগে। কিন্তু এখনই এর থেকে বেশি কিছু বলতে চাই না।”