July 8, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বাংলাদেশী দুই জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে বাক যুদ্ধ

বাংলাদেশী দুই জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে বাক যুদ্ধ | বারবার সেই ঝামেলায় ফুটে উঠছে সোশ্যাল মিডিয়ায় | সম্প্রতি মিম পরিমনিকে রীতিমতো হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে মামলা করার | তবে এই ঘটনায় চুপ করে বসে নেই মিম |

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত হয় “পরান” ও “দামাল” ছবি দুটি থেকে | ছবি দুটি দর্শকের পছন্দ হওয়ার পর থেকেই রাজ ও মিম দর্শকের কাছে জনপ্রিয় হয়ে যায় | তারপর থেকে দুজনের মধ্যে একটা সম্পর্ক নজর করছেন পরীমনি | আর সেই ক্ষোভ থেকেই পরিমনির আক্রমণ |

পরীমণি ফেসবুকে লিখলেন, ”আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, কোন ধরনের পারিবারিক আবহে বড় হয়েছি, আমার চারপাশটা কেমন— এখন যে বা যারা কোনও প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। তবে এ সবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব।”