
বাঁধা পেরিয়ে লঞ্চ হতে চলেছে আর্টেমিস এক | গ্রিক পুরাণের আর্টেমিসর কাহিনী আছে | আর্টেমিস এপোলোর জমজ বোন | নাসা আগামী দিনের মঙ্গলের মিশন সফল করতে চায় | এ এক হিসেবে তারই মহড়া| চাঁদে মানুষকে পাঠানোর শুধু নয় সেখান থেকে তাদের ফিরিয়ে আনার ও পরিকল্পনা করছে আর্টেমিস ।
আর্টেমিস একের সফল উৎক্ষেপণের জেরে আগামী দিনের নাশা চন্দ্রাভিযান নিয়ে আরো বড় আকার পরিকল্পনা করবে | এর আগে যান্ত্রিক কারণে দুবার বাতিল করা হয়েছে এই অভিযান উৎক্ষেপণ |
More Stories
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৪
বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান