বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ১০ দিনের পুলিশি হেফাজতে পাওয়ার পর গাড়িতে চাপিয়ে সোজা কলকাতায়া নিয়ে আসা হয় তাঁকে। বসিরহাট থেকে ঘটকপুকুর, ভোজেরহাট, সায়েন্স সিটি পেরিয়ে কলকাতা নিয়ে আসা হয় সন্দেশখালির ‘বাঘ’কে।
প্রসঙ্গত, বসিরহাট মহকুমা আদালত থেকে সরাসরি ভবানীভবনে শেখ শাহজাহান। তদন্তভার নিল সিআইডি। ইতিমধ্যে তারা জেরাও শুরু করে দিয়েছে। সূত্রের দাবি, পুলিশ কর্তারাও রয়েছেন জেরায়। আদালত থেকে বেরনোর পরই সাদা রঙের একটি গাড়িতে তোলা হয় শাহজাহানকে। অভিযুক্ত শাহজাহানকে মাঝের আসনে বসিয়ে দুই উর্দিধারী ছিলেন দুপাশে। ‘অশান্তি’র আশঙ্কা থেকেই তিন গাড়ির কনভয়ে চাপিয়ে তাঁকে নিয়ে বেরোয় পুলিশ। দুটি ছিল ধূসর রঙের এসইউভি ও একটি ছিল সাদা রঙের। সাদা গাড়িতেই শাহজাহান ছিলেন বলে খবর।
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ