
গত সপ্তাহেই বলিউডে পা রাখার ঘোষণা করেন আরিয়ান | একটি সিরিজের চিত্রনাট্য লিখেছেন ২৫ বছর বয়সী আরিয়ান | জানা যাচ্ছে ভারতের নয়া প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড লঞ্চ করতে চলেছেন আরিয়ান খান | তবে তিনি একা নন পার্টনারদের সঙ্গে শুরু করছেন এই ব্যবসা |
প্রসঙ্গত একটি ওয়েব সিরিজে চিত্রনাট্য লিখছেন আরিয়ান | খুব শীঘ্রই শুরু করবেন শুটিং | রেড চিলিজের ব্যানারেই তৈরি হবে এই সিরিজ | তবে অভিনয়ের পাশাপাশি ব্যবসায় মনোনিবেশ করতে চান শাহরুখ | সেরকম আরিয়ান পরিচালনার পাশাপাশি ব্যবসায় যুক্ত হতে চান |
অন্যদিকে, গত বছর মাদক সেবারের অপরাধী থেকে আটক করা হয় আরিয়ান খানকে | জিজ্ঞাসা করা হয় | অবশ্য একমাস জেল কাটাতে হয় আরিয়ানকে |
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’