
Cloudy sky and sun
বর্ষা বিদায় নিয়েছে বঙ্গ থেকে। বাতাসে হিমেল হাওয়ার পরশ। কিন্তু বৃষ্টি ‘কাঁটা’ থাকছে এখনও। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির সম্ভাবনার খবর শোনাল হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাঁচ জেলা ভিজতে পারে বৃষ্টিতে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে আরব সাগরে। লাক্ষাদ্বীপ ও সংলগ্ন এলাকায় তৈরি হবে নিম্নচাপ। যদিও এর প্রভাব পড়বে না বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মূলত পরিষ্কার আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি থাকবে। বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কোনও কোনও জেলার দুয়েক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী কয়েক দিন এমনই থাকবে আবহাওয়া।
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে
আগামী দু’মাস তীব্র দহনজ্বালা