এদিন ভোরের দিকে আকাশ মেঘলা | রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় | আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর গত 3 তারিখ উত্তর বঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে | দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার 5 জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে | আগামী 10 তারিখ পর্যন্ত একই রকমের আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে | সময়ের আগেই এবার বর্ষার প্রকাশ ঘটেছে বাংলায় |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 92 শতাংশ |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির