
বর্ষবরণ উপলক্ষে কড়া নিরাপত্তা চাদরে মোরা হল কলকাতা । লালবাজার সুত্রে জানা গিয়েছে, শনিবার শহর জুড়ে 2500 পুলিশ কর্মী মোতায়েন করা হয় |
বর্ষবরণের কথা ভেবেই আগামীকাল অর্থাৎ পহেলা জানুয়ারি পার্ক স্ট্রিট এ ১১ টি ওয়াচ টাওয়ার ও দুটি স্পেশাল কুইক রেসপন্স টিম মোতায়েন রাখা হবে বলে জানা গিয়েছে | পাশাপাশি এই দিন টহলদারি করবে 20 টি মোটরসাইকেল পেট্রোলিং বাহিনী | পাশাপাশি জানা গিয়েছে বর্ষ শেষে রাতে পার্ক স্ট্রিট এলাকায় ছটি সেক্টরে নেতৃত্বে থাকবেন ১১ জন ডেপুটি কমিশনের পদমর্যাদার আধিকারিক |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়