করোনা পরিস্থিতি ও রেলের অনুমোদনের সমস্ত জট কাটিয়ে বর্তমানে কাজ শেষের পথে টালা ব্রিজ | জানা যাচ্ছে, জুনেই নতুন রূপে খুলে যাবে টালা ব্রিজ |
সূত্রের খবর, নতুনরূপে যে টালা ব্রিজ তৈরি হচ্ছে তার দৈর্ঘ্য হবে 700 মিটার | কুড়ি মিটার চওড়া | থাকবে 4 লেনের রাস্তা | এবং দুই পাশে থাকবে ফুটপাত |
নতুন টালা ব্রিজ খুলে গেলে কমবে যাত্রীদের দুর্ভোগ, আশাবাদী উত্তর কলকাতা ও উত্তর শহরতলীর বাসিন্দারা |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী