December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বন্ধুকে মদ্যপানের পর বেহুঁশ করে তাঁর স্ত্রীকে গণধর্ষণ দুই যুবকের

উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার ময়লাখোলা স্টেশন পাড়া এলাকায় বন্ধুকে মদ্যপানের পর বেহুঁশ করে তাঁর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, বসিরহাটের স্টেশন পাড়ায় ভাড়া থাকতেন ওই দম্পতি। ঠিকা শ্রমিকের কাজ করতেন ওই গৃহবধূর স্বামী। জানাযায়, দিলীপ সরকার ও সমীর গাইন নামে ওই দুই অভিযুক্ত ওই দম্পতির দীর্ঘদিনের পরিচিত। আর তার ফলেই বাড়িতে আসা-যাওয়া লেগেই থাকত তাদের৷ মাঝেমধ্যে ওই দম্পতির ভাড়াবাড়িতে মদ্যপানের আসর বসত ।

ঠিক সেরকমই ঘটনার দিন বুধবার রাতে দিলীপ এবং সমীর ওই দম্পতির ভাড়াবাড়িতে যায়। গৃহবধুর স্বামীকে মদ খাওয়ার প্রস্তাব দেয় তারা। রাজি হয়ে যান ওই মহিলার স্বামী। অভিযোগ, জোর করে মাত্রাতিরিক্ত মদ্যপান করানো হয় ওই তরুণীর স্বামীকে। তারপরই বেহুঁশ হয়ে যান তিনি। স্বামী অচৈতন্য হয়ে যাওয়ার সুযোগে ওই দুই যুবক ঘরের আলো বন্ধ করে দেয়। মহিলার অভিযোগ, তারপরই তারা লাগাতার ধর্ষণ করে তাঁকে। ঘটনার কথা কাউকে জানাজানি হলে ওই মহিলার প্রাণনাশেরও হুমকি দেয় দুই অভিযুক্ত। ওই গৃহবধূ জানান, বৃহস্পতিবার সকালে স্বামীর হুঁশ ফিরলে তাঁকে ধর্ষণের কথা জানান। দুপুরে বসিরহাট থানায় ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়ে দিলীপ সরকারকে গ্রেফতার করে পুলিশ এবং অন্য অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাসি।