
বন্দে ভারত এক্সপ্রেস এ পাথর ছোড়ার অভিযোগ উড়িয়ে দিল রেল | এ বিষয়ে রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, “পাথর ছোড়া নিয়ে রাজনীতি বন্ধ করা হোক | এটার সঙ্গেও আমরা রাজনীতি জড়াতে ব্যস্ত হয়ে পড়েছি এবং বাংলাকে ছোট করতে ব্যস্ত হয়ে পড়েছি” ।
প্রসঙ্গত পাথর ছোড়ার মত ঘটনার কোনো রকম সিসিটিভি ফুটেজ বা তথ্য প্রমাণ পাওয়া যায়নি । ট্রেনের সিসিটিভি ফুটেজ দেখে এমন কোন সন্দেহ বিষয় পাওয়া যায়নি বলে জানা গিয়েছে রেল পুলিশের তরফে | সুতরাং পাথর ছোড়ারএই অভিযোগ একপ্রকার উড়িয়ে দিল রেল |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়