
বন্দে ভারত এক্সপ্রেস এ পাথর হামলা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি | তবে এবার ফের একই অভিযোগ ভিন রাজ্যে | শুক্রবার এক দিনে তিনবার হামলার শিকার হয় বন্দে ভারত এক্সপ্রেস | যা নিয়ে চিন্তিত রেল কর্তৃপক্ষ | কে বা কারা এই কাজ করছে তার জন্য তদন্তে আরও তৎপর আরপিএফ |
প্রসঙ্গত এ বছরের শুরুতেই রাজ্যের উপহার বন্দে ভারত এক্সপ্রেস | তবে এই ট্রেন চলাচল শুরু করার পর থেকেই বারবার হামলার শিকার হয়েছে | নদিনের মধ্যে চতুর্থবার গত ৯ জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেস এ পাথর মামলার অভিযোগ ওঠে | ওই একই দিনে বর্ধমান স্টেশনে ঢোকার মুখে হুগলির চন্দনপুর এর কাছে ট্রেনকে লক্ষ্য করে পাথর ছড়া হয় বলে অভিযোগ | যার ফলে ট্রেনের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়