বন্দে ভারত এক্সপ্রেস এ পাথর হামলা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি | তবে এবার ফের একই অভিযোগ ভিন রাজ্যে | শুক্রবার এক দিনে তিনবার হামলার শিকার হয় বন্দে ভারত এক্সপ্রেস | যা নিয়ে চিন্তিত রেল কর্তৃপক্ষ | কে বা কারা এই কাজ করছে তার জন্য তদন্তে আরও তৎপর আরপিএফ |
প্রসঙ্গত এ বছরের শুরুতেই রাজ্যের উপহার বন্দে ভারত এক্সপ্রেস | তবে এই ট্রেন চলাচল শুরু করার পর থেকেই বারবার হামলার শিকার হয়েছে | নদিনের মধ্যে চতুর্থবার গত ৯ জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেস এ পাথর মামলার অভিযোগ ওঠে | ওই একই দিনে বর্ধমান স্টেশনে ঢোকার মুখে হুগলির চন্দনপুর এর কাছে ট্রেনকে লক্ষ্য করে পাথর ছড়া হয় বলে অভিযোগ | যার ফলে ট্রেনের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী