বনগাঁ রেল কলোনি এলাকায় লাইনের উপর দিয়ে যাতায়াতের রাস্তা গার্ডরেল দিয়ে বন্ধ করলো রেল, ভেঙে দিল পাড়ার প্রমিলা বাহিনী। এলাকায় উত্তেজনা।
উত্তর ২৪ পরগনা বনগাঁ স্টেশন সংলগ্ন রেল কলোনি এলাকায় রেললাইনের উপর দিয়ে বনগাঁ শহরের যাতায়াত করে ঢাকাপারা, নয়া গোপালগঞ্জ সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা। স্কুল, কলেজ,হাসপাতাল, বাজার করতে আসার জন্য এই রাস্তা বন্ধ হলে ২-৩ কিলোমিটার ঘুরে বনগাঁ শহরে আসতে হবে তাদের। এলাকার সাধারণ মানুষের দাবি দীর্ঘদিন ধরে রেলের কাছে তারা আবেদন জানিয়েছিল একটি আন্ডারপাস বা ওভার ব্রিজের কিন্তু তাদের দাবি না মেনে রেলের পক্ষ থেকে আজ রাস্তা বন্ধ করে গার্ডরেল লাগিয়ে দেয়। ক্ষুব্দ এলাকার বাসিন্দারা একত্রিত হয় এবং এলাকার প্রমিলা বাহিনী গার্ডরেল ভেঙে দেয়। তাদের দাবি তাদের দাবি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবে তারা।
এই বিষয়ে রেলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
