September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বদলি করে দেওয়া হল আইপিএস অফিসার দময়ন্তী সেনকে

রাজ্যের সবচেয়ে চর্চিত পুলিশ আধিকারিকদের মধ্যে অন্যতম দময়ন্তী সেন | রোজ ভ্যালি সহ একাধিক চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশে আনার ক্ষেত্রে তার ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ । এবার কলকাতা পুলিশের শীর্ষস্থ স্তর থেকে ফের বদলি করে দেওয়া হল আইপিএস অফিসার দময়ন্তী সেনকে |

কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনের থেকে তাকে পাঠানো হলো রাজ্য পুলিশের ট্রেনিং বিভাগে | অর্থাৎ কলকাতা পুলিশের শীর্ষ পথ থেকে বদলি করে তাকে রাজ্য পুলিশে ট্রেনিং বিভাগে দেওয়া হল | প্রসঙ্গত আর্থিক দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু অভিযোগে তদন্ত করেন তিনি | এরপর নিজে আর্থিক প্রতারণা নিয়ন্ত্রক সংস্থা সেবিকের তার রিপোর্ট জানিয়ে চিঠি লেখেন | তার চিঠিকে গুরুত্ব দিয়ে রোজভ্যালি বেআইনিভাবে বাজার থেকে টাকা সংগ্রহ করছে তা বুঝতে পেরে সমস্তটির উপর নিষেধাজ্ঞা জারি করে সেবি |

তবে পরবর্তীকালে কলকাতা পুলিশের এমন গুরুত্বপূর্ণ পথ থেকে রাজ্য পুলিশে বদলি হয়ে যায় অফিসার দময়ন্তী সেন |