
আগামী 2 এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল | তবে বদলাতে পারে পরীক্ষার সুচি | ওই সময় JEE মেন পরীক্ষা থাকায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বদলানোর সম্ভাবনা রয়েছে | কারণ ওই বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষার বেশকিছু পরীক্ষার্থী অংশ নেন | তাদের কথা মাথায় রেখেই, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তনের কথা ভাবছেন শিক্ষা সংসদ |মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এবারের পরীক্ষা অফলাইনে হবে | তবে এবার নিজের স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা | 7 থেকে 16 ই মার্চ হবে মাধ্যমিক |এরপরই 2 এপ্রিল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক, শেষ হবে কুড়ি এপ্রিলের মধ্যে | আগের তুলনায় সিলেবাস কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়