
সোশ্যাল মিডিয়ায় বারবার ট্রোলের মুখে পড়ছেন ঋতাভরী চক্রবর্তী | এবার বডি শেমিংএর জন্য প্রতিবাদ জানিয়েছেন তিনি | প্রকাশ্যে জানিয়েছেন, এক গুরুতর অস্ত্রোপচারের পর কিভাবে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে | তবে এখন ভালো রয়েছেন ঋতাভরী |
এবার প্রকাশ্যে নিজের প্রেমিকের কথা জানিয়েছেন অভিনেত্রী | আরো একবার ‘ফাটাফাটি’ শুটিং ফ্লোর থেকে মনের কথাই শেয়ার করলেন ঋতাভরী | তিনি জানিয়েছেন, আপনি যেমনই হন, আপনার শরীর যেমনই হোক, নিজেকে ভালবাসুন |
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’