February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান

বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান | আগামী বছরই আসতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি “পাঠান” | এদিন সকালে নিজের টুইটার হ্যান্ডেলের ছবির প্রমো পোস্ট করে সুখবরটি দেন তিনি | ছবির প্রমোতে দেখা যাচ্ছে শাহরুখ খানের পাশাপাশি দীপিকা পাড়ুকোন ও জন ইব্রাহিম কে | আগামী বছর জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে ছবিটি | এই ছবিতে একেবারে নতুন রূপে দেখা যাবে শাহরুখ খানকে |